1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়ায় স্কুলছাত্র আল আমিন হত্যা মামলায় এক বৃদ্ধসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাঁদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার বিকাল চারটার দিকে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন-গাবতলী উপজেলার ছোট ইটালী গ্রামের হাবিবর রহমান(৭০) এবং একই এলাকার শহিদুল ইসলাম(৪০)। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট নাসিমুল করিম হলি।
নাসিমুল করিম হলি জানান,গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী মধ্যপাড়া গ্রামের খলিলুর রহমান জায়গা না ছেড়ে সীমানাপ্রাচীর নির্মাণ করেন। এতে রাস্তা ছোট হয়ে যাওয়ায় গ্রামবাসীর চলাচলে সমস্যা হয়।
২০১৭ সালের ৩০ জুন বিকেলে রাস্তা ছোট করে সীমানা নির্মাণে বাধা দিলে খলিলুর রহমান,হাবিবর রহমান ও কুদ্দুস মাস্টারের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে খলিলুর রহমান ও হাবিবর রহমানের লোকজন কুদ্দুস মাস্টারকে আটকে রাখেন। তাকে উদ্ধারে স্বজনরা ছুটে আসেন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠিসোটার আঘাতে আমজাদ হোসেনের ছেলে তৎকালীন বাগবাড়ি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আল-আমিনসহ কয়েকজন আহত হন। আহতদের বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরেরদিন সকালে ওই হাসপাতালে মারা যায় আল-আমিন। এ ঘটনায় নিহতের বাবা শনিবার সকালে গাবতলী থানায় ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তিনি আরও জানান, সকল স্বাক্ষ্য প্রমাণ শেষে রবিবার বিকাল চারটার দিকে আল আমিন হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন এবং বাকি আসামিদের খালাস প্রদান করেন৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০