1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

রানীশংকৈলে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার নিয়াপাড়া
থেকে গতকাল রোববার গন্ধগোকুল নামে একটি প্রানী উদ্ধার করেছে রানীশংকৈল বনবিভাগ। জানা যায়,নিয়াপাড়ার আব্দুল বারেকের বাড়ীর একটি ঘরে গত শনিবার দিবাগত
রাতে আশ্রয় নেই প্রানীটি। প্রথমে এটিকে মেছো বাঘ ভেবে আতংকে পড়ে যায় বারেকের পরিবার। পরে পরিবারের সকলে মিলে এটিকে ধরে লোহার শিকলে পা বেধেঁ
রাখে তারা। পরে খবর পেয়ে রানীশংকৈল বনবিভাগের কর্মকর্তা শাহাজাহান আলী এটিকে বিলুপ্ত প্রায় গন্ধগোকুল প্রানী হিসাবে সনাক্ত করে। রোববার সকালে প্রানীটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। উপজেলা বন কর্মকর্তা শাহাজাহান আলী বলেন,গন্ধগোকুল একটি অরক্ষিত প্রানী। এরা নিশাচর প্রাণী, মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে
জীবনযাপন করে। এ ছাড়া এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে থাকে। তিনি আরোও বলেন,প্রানীটিকে উদ্ধার করে বীরগঞ্জ বন সার্কেলে নেওয়া হয়েছে। সেখানে সিংড়া বনায়নে এটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০