1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

বগুড়ায় জুতার শো-রুমে কর্মচারীদের সঙ্গে হিজড়াদের মারপিট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিুপোটার

চাঁদা দাবি করাকে কেন্দ্র করে বগুড়ায় হিজড়াদের সাথে জুতার শো রুমের কর্মচারীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের পায়ে পায়ে নামের শো রুমে ওই ঘটনা ঘটে। মারপিটের খবর পেয়ে জেলার হিজড়ারা ওই শো রুম ঘেরাও করেন এবং বিচারের দাবিতে হট্টগোল করেন।
তখন খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করেন। পরে শো রুমের মালিক পক্ষ এবং হিজড়াদের জেলা সর্দারনীর দুই ঘন্টার বৈঠক শেষে ৫ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করেন।
শহরের বাদুরতলা এলাকার উম্মে পরী নামে এক হিজড়া বলেন, ঈদ উপলক্ষে রাত ৯ টার দিকে আমিসহ চারজন পায়ে পায়ে জুতার শো রুমে যাই। তারা প্রতি বছর আমাদের ঈদের জন্য ৫ হাজার টাকা দেয়। এবারও আমরা দাবি করলে তারা ৫০০ টাকা ধরিয়ে দিয়ে চলে যেতে বলেন। পরে আমরা বাকি টাকা দাবি করলে দোকানের কোষাধ্যক্ষের নির্দেশে কর্মচারীরা আমাদের মারপিট করে৷ এতে সুরভী নামে এক হিজড়া আহত হয়েছে বলে জানা যায়।
দোকানের মালিক পক্ষের সদস্য সিরাত ইসলাম জানান, চাঁদা দাবি করাকে কেন্দ্র করে হিজড়াদের সাথে আমাদের দোকানের কর্মচারীদের কথা কাটাকাটি হয়েছে। হাতাহাতি হয়েছে তবে কোন মারপিটের ঘটনা ঘটেনি। পরে তাদের সাথে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে। জেলা হিজড়া সর্দারনী নূপুর আকতার কনা বলেন, পায়ে পায়ে শো রুমের কর্মচারীদের সাথে আমাদের কয়েকজন হিজড়ার সাথে ঝামেলা হয়েছিল। পরে ৫ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়েছে। কারণ এদের মত বিভিন্ন শো রুম থেকে টাকা নিয়েই আমাদের সারা বছর চলতে হয়। এদিকে বগুড়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক( এসআই) শহিদুল ইসলাম বলেন, আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে আসি। আসার পর দুই পক্ষ বসে মীমাংসা করেছে। আমাদের কাছে কোন পক্ষই কোন অভিযোগ করেনি।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০