
মো. হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় সালামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটিতে নাম অন্তর্ভূক্ত করার প্রতিবাদে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে কালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া বাজারের সেনেটারী ব্যবসায়ী উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়ীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মোতালেব শেখের ছেলে মোঃ শেখ ফসিয়ার রহমান এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলা বিএনপির কতিপয় ব্যক্তি তাকে বিপদগ্রস্থ করার উদ্দেশ্যে ও ক্ষতি সাধনের জন্য ষড়যন্ত্রমূলকভাবে ৭১ সদস্যবিশিষ্ট ৫নং সালামাবাদ ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ৩নং ক্রমিকে সহ-সভাপতি পদে তার নাম অন্তর্ভূক্ত করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত করার অপচেষ্টা করছেন।
তিনি আরো জানান, তার অজ্ঞাতে ও বিনানুমতিতে বিএনপিতে নাম অন্তর্ভূক্ত করায় রাজনৈতিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হয়েছেন এবং তার মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপশি বিএনপির উল্লেখিত কমিটি থেকে তার নাম বাদ দেয়ার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান মনি,কালিয়া প্রেসাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম শাহীসহ কালিয়া প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।