1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

দেবীদ্বারে হেভীওয়েট প্রার্থী বিএনপি’র মঞ্জু মুন্সী,এনসিপি’র হাসনাতসহ ৬ মনোনয়নপত্র জমা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার দেখা হয়েছে
দেবীদ্বারে হেভীওয়েট প্রার্থী বিএনপি’র মঞ্জু মুন্সী,এনসিপি’র হাসনাতসহ ৬ মনোনয়নপত্র জমা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":4,"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা- ৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা পড়েছে ৬ টি। মনোনয়নপত্র জমা দেয়া দলগুলোর মধ্যে রয়েছে,- বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ, ইনশানিয়াত বিপ্লব, খেলাফত মজলিশ ও বাংলাদেশ খেলাফত মজলিশ।
এ ৬ দলের ৬ প্রার্থীর মধ্যে হ্যাভীওয়েট প্রার্থীরা হলেন, বিএনপি’ জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার বিএনপি দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, টানা চার বারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী এবং ১০দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক ‘শাপলা কলি; প্রতীকের হাসনাত আব্দুল্লাহ।
এ ছাড়াও অন্যান্যরা হলেন, গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী মো. জসীম উদ্দিন। খেলাফত মজলিশ’র ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মাওলানা মজিবুর রহমান ফরাজী। ইনসানিয়াত বিপ্লব পার্টি’র আপেল প্রতীক’র প্রার্থী ইরফানুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিশ’র ‘রিকসা প্রতীক’র প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন।
বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বিকেল সোয়া ৪ টায় দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে জমা দেন। এ সময় ১০ দলীয় জোটের এনসিপি ও জামায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিনাঞ্চল’র মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ১০ দলীয় জোটের প্রার্থী হওয়ায় নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের জামায়েতের দলীয় প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ।
মনোনয়ন পত্র জমা শেষে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আসন ছারদেয়া জামায়েত প্রার্থী সাইফুল ইসলাম শহীদকে জড়িয়ে ধরেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন জামাত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। কারন তিনি দলীয় প্রার্থী হয়ে গত প্রায় দেড় বছর ধরে রাত দিন অক্লান্ত পরিশ্রমে দলকে গোছিয়েছিলেন। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী বলেন, নির্বাচনে হারজিত আছে, থাকবে। উন্নয়নের চালিকা শক্তির বিবেচনায় এবং জনবান্ধব প্রার্থীকে ভোটাররা তাদের ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগন তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ নির্বাচনে যারা হারবে তারা হবেন পরামর্শক আর যিনি জিতবেন তিনি হবেন অভিভাবক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০