
বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানাধীন কৈয়া গরিবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুলতান আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের সভাপতি অনিষ কুমার বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জি.এম আলমগীর কবির। অন্যানেদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র রায়, সহকারী শিক্ষা অফিসার ছবি রানী সরকার,অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রনব কান্তি মন্ডল,২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আকন,বটিয়াঘাটা উপজেলা শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেজোয়ান হোসেন, প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের বিদ্যুৎ সাই সদস্য ও ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ তরিকুল ইসলাম,সংরক্ষিত মহিলা মেম্বার পিয়ারা বেগম, সুজয় কান্তি মন্ডল,এ্যাড.রমেশ কান্তি মল্লিক,আব্দুস সবুর বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন, দিগন্ত মল্লিক,জনি বিশ্বাস, পলাশ বিশ্বাস,মোঃ রেজাউল ইসলাম,বটিয়াঘাটা উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হারুন সরদার, অরুণ কুমার রায় সহ আরো অনেকে।
প্রধান শিক্ষক সুলতান আহমেদ অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠা। ১৪/১১/৮৮ ইং থেকে ১৪/০৪/২১ ইং তারিখ পর্যন্ত তিনি উক্ত শিক্ষা প্রতিষ্টানে শিক্ষাকতা করেন। শিক্ষাকতা জীবনে তিনি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ কমিটির সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উক্ত কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ##