
বিকাশ রায় বাবুল,নীলফামারী:
নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার উদ্যোক্তাদের নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নীলফামারী অনলাইন হাটের ২য় বর্ষপূর্তী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২রা ডিসেম্বর) বিকেলে নীলফামারীর স্কাই ভিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তা ফৌজিয়া ইয়াসমিন জলি’র সভাপতিত্বে ও জান্নাতুল ফেরদৌস জান্নাত’র সঞ্চালনায় হরিবল্লব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জীবন নাহার মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় নীলফামারী অনলাইন হাটের এডমিন রামেন্দ্র নাথ রায়, স্টেড ফাস্ট কুরিয়ারের মার্কেটিং এক্সিকিউটিভ মুতামিরুল ইসলাম নোমান, উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস লিপি,অস্তিয়া অরিন, রিমা শারমিন দৃষ্টি, শাহানাজ পারভিন শাহানা, মডারেটর আল হাসিব ইসলাম ফাহিম, মোজাম্মেল হক প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ৮ জন সফল উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নীলফামারী অনলাইন হাটের এডমিন রামেন্দ্র নাথ রায় জানান, ২০২০ সালের ডিসেম্বর মাসে অনলাইন হাটের যাত্রা শুরু হয়। অনলাইন হাটে সকল প্রকার পণ্য অর্ডার করলে ক্যাশ ওন ডেলিভেরী মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য পৌছে দেওয়া হয়। নীলফামারী অনলাইন হাট নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছ সেখানে উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্য সম্পর্কিত এড দিয়ে থাকেন। ক্রেতারা গ্রুপটিতে প্রবেশ করে তাদের পছন্দমত পণ্য অর্ডার করেন। অর্ডার কনফার্ম হওয়ার পর কুরিয়ার বা রাইডারের মাধ্যমে ডোর টু ডোর পণ্য ক্রেতাদের বাড়ীতে পৌছে দেওয়া হয়।
অনুষ্ঠানটিতে স্পন্সর করেন স্টেড ফাস্ট কুর্রিয়ার সার্ভিস।