
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইশ্বরদী ফিড মিলস নামের দেয়া মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় পোলট্রী ফীড ব্যবসায়ীরা।
সোমবার দুপুরে উপজেলার ভূলতা ইউনিয়নের হাটাবো বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,বিসমিল্লাহ পোল্টি ফিডের মালিক আব্দুর রশিদ, ফয়সাল পোল্টি ফিডের মালিক আলাউদ্দিন, লিটন মিয়া,বাবু মিয়া, খলিল মেম্বার, আলাবক্স সহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, ইশ্বরদী ফিড মিলস নামের পাবনা জেলার জনৈক ব্যবসায়ী নুরুল ইসলাম খানের সঙ্গে পোল্টি ফিড ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন তারা। ব্যবসায়ী সম্পর্কের পর পন্য কেনাবেচার শর্তে হয় লেনাদেনা। সেই লেনাদেনায় মুনাফা হিসেবে কমিশন প্রাপ্ত হয় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
কিন্তু কথিত ইশ্বরদী ফিড মিলস কোম্পানী ওই কমিশন আত্নসাৎ করে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ৪ বছর ধরে হয়রানী করছেন ব্যবসায়ীদের। যার কারনে তাতের পোল্টি ফীড ব্যবসা বন্ধের পথে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা।