
মোঃ বনি,, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এমনি চিন্তা ভাবনায় একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।
সিলেটের বানভাসি পরিবারের পাশে দাঁড়িয়ে এমনই একটি মানবিক কাজ করলেন সূদুর মালয়েশিয়া প্রবাসী, মাদারীপুর শহরের চৌকিদার বাড়ির সিরাজ উদ্দিন চৌকিদারের মেজ ছেলে চৌকিদার সোহেল রানা । প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি ভালবাসার কমতি নেই একটুও । সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের কল্যানে জানতে পারেন বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনার জেলাসহ বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যার পরিস্থিতি। চৌকিদার সোহেলের রানা এমন দৃশ্য দেখতে পেয়ে মানবিক দিক থেকে ভাবনা চিন্তা করে নিজের সামর্থ্য অনুযায়ী অসহায়,বন্যা কবলিত মানুষের পাশে দাড়াই এই মহা মনের মানুষটি। সোহেল রানা গত ২০ শে জুন সোমবার নিজের এলাকার মানব দরদী মানুষদের সাহায্যে বানভাসি ক্ষুদার্ত প্রায় ৩০০ পরিবারের জন্য শুকনো খাবার বিতরণ করেন। একটি পরিবারের জন্য একটি করে প্যাকেট, এতে ছিল. চাউল,ডাউল,বেকারির রুটি,বিস্কুট ,চিড়া ও খেজুরের গুড়। মানবদরদী চৌকিদার সোহেল রানা গত শীতে হরিনাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়নে প্রায় বারশত কম্বল বিতরণ করেছেন। এই বিষয়ে জানতে ম্যাসেন্জারের মাধ্যমে আমাদের প্রতিনিধি চৌকিদার সোহেল রানার কাছে ফোন করলে তিনি বলেন, আমি আমার বিবেক, আমার মন থেকে এসব কাজগুলো করি। আমরা শুধু দেশের জন্য রেমিট্যান্স যোদ্ধা না, অসহায় মানুষের বন্ধু। তিনি আরও বলেন, আমার দেখাদেখি যদি কয়েক জন প্রবাসী ভায়েরা সিলেটের বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ায় তাহলে এই মহা দুর্যোগে বানভাসি ক্ষুদার্ত মানুষেরা একটু খেয়ে বাঁচতে পারবে। ইনশাআল্লাহ।