1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে বড় কোন সংকট তৈরি না হলে ফ্রেব্রুয়ারীতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি- রুহুল কবির রিজভী নোয়াখালীতে চা খেয়ে ফেরার পথে ৩ বন্ধুর মৃত্যু রাজধানীতে আবারও ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ৪ ডিসেম্বর দেবীদ্বার হানাদারমুক্ত দিবস দেবীদ্বারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য (বিএনপির) দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা টিভির কুমিল্লা বুরো প্রধানকে হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন শক্তিশালী ভূমিকম্প কাপল সারা দেশ, ঢাকায় নিহত- ৩ দেবীদ্বারে মাদক কারবারী আটক করতে গিয়ে ডিবি- স্থানীয়দের সংঘর্ষে আহত-১২ ট্রেনের নিচে আতশবাজি বিস্ফোরণ; রক্ষা পেল শতাধিক যাত্রী কুমিল্লায় তিন যানের সংঘর্ষে নিহত তিন, আহত পাঁচ

কুসিক নির্বাচন:শঙ্কামুক্ত পরিবেশ চান ভোটাররা

লিটন মিয়া লাকু
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৬২৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আর মাত্র সাত দিন পর। এই নির্বাচন সামনে রেখে জেলা পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত আছে এবং কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানানো হলেও তবে নির্বাচন কমিশন থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে কোনো চিঠি সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেনি বলে জানা গেছে।

এ অবস্থায় ভারত সীমান্তবর্তী এই জেলার সিটি নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীসহ সচেতন মহলে অনেকটা উদ্বেগ-উত্কণ্ঠা বিরাজ করছে। নির্বাচনে অংশ নেওয়া একাধিক মেয়র ও কাউন্সিলর পদে বেশ কয়েক জন প্রার্থী ও নাগরিক সমাজের নেতারা অবাধ, সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠার স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

এদিকে নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ এবং সাতটি কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে অন্তত ছয়-সাত জন পুলিশ সদস্য, ২০ জন পুরুষ ও মহিলা আনসার সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্য ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া কেন্দ্রের বাইরে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স, বিজিবির টহল টিম, রিজার্ভ পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। মোতায়েন থাকবে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার অন্তত ৬ হাজারেরও অধিক সদস্য। ভোটের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে নগরীর প্রতিটি প্রবেশপথে মোতায়েন থাকবে পুলিশের ৭৫টি চেকপোস্ট ও ১০টি পিকেট টিম, থাকবে বুলেটপ্রুফ আরমোরেড পারসোনাল ক্যারিয়ার (এপিসি) ও জলকামান গাড়ি। সব মিলিয়ে ভোটের দিনে পাঁচ স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে ভোটকেন্দ্রসহ পুরো নগরী। জেলা পুলিশ সুপারের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, ভারত সীমান্তঘেঁষা জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলা। তাই সীমান্তপথে এখন শুধু মাদকই নয়, অবৈধ অস্ত্রও আসছে। সন্ত্রাসীদের হাতে অনেকটা সহজলভ্য অবৈধ ছোট-বড় অস্ত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাঝেমধ্যে ধরাও পড়ছে এসব অস্ত্র।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম. তানভীর আহমেদ বলেন, সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি, অভিযানও অব্যাহত আছে। ইতিমধ্যে নগরীর সব ওয়ার্ডে বিট পুলিশিং সভা করা হয়েছে। এছাড়া পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি স্পেশাল মোবাইল টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০