
খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান
অভয়নগরের নওয়াপাড়ার তালতলা নামক স্থানে রাত 2 টার দিকে খুলনা থেকে যশোর গামী ট্রাক কুষ্টিয়া ট 11- 10 58 দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো ট 20- 4591 গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়ি দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যশোর গামী ট্রাক কুষ্টিয়া ট 11- 10 58 এর ড্রাইভার মোঃ মাসুদুর রহমান তিনি দৈনিক দেশের ঘটনার প্রতিনিধি কে জানান আমারা রাত্রে গাড়ি চালাই আমাদের ঘুমের ঝিমটি আসতেই পারে তবে এভাবে রোডের পাশে গাড়ি রাখলে আমাদের অনেক অসুবিধা হয় মাঝেমধ্যে অনেক দুর্ঘটনা ঘটে। নৈশ প্রহরী হামিদুর রহমান 35 জানান আকিজ জুট মিলের পাট বহনকারী যত গাড়ি আছে সব রোডের পাশ দিয়ে রাখা হয় এজন্য অ্যাক্সিডেন্ট গুলি ঘটে। আকিজ জুটমিলের সিকিউরিটি গার্ড গোলাম মোস্তফার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান হ্যাঁ এগুলি আমাদেরই আকিজ জুট মিলের পাট বহনকারী ট্রাক।