1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

হামলা ভাংচুর সংঘ‌র্ষের ঘটনায় থানায় মামলা! ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা,আটক ৩৭

অনলাইন ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪০০ বার দেখা হয়েছে

খুলনা জেলা প্রতিনিধি

পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি খুলনা মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
গত বৃস্পতিবার রাতে খুলনা সদর থানার এসআই বিশ্বজিৎ কুমার বোস বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এঘটনায় বিএন‌পি’র ৩৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার বেলা ৩টায় বিএনপি দলীয় কার্যালয়ে এক সমাবেশের আয়োজন করেন। উক্ত ঘটনায় খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ২০ নেতাকর্মী‌কে পুলিশ আটক ক‌রে‌ছে।
প্রত‌্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল চারটার দি‌কে ডুমু‌রিয়া থানা বিএন‌পির এক‌টি মি‌ছিল ধর্মসভা থে‌কে বিএন‌পি অ‌ফি‌সের দি‌কে যা‌চ্ছিল। তখন ছাত্রলী‌গের অপর এক‌টি মি‌ছিল আওয়ামী লী‌গের অ‌ফি‌সের দি‌কে যা‌চ্ছিল। এ সময় সংঘ‌র্ষের সূত্রপাত। এ ঘটনা শু‌নে বিএন‌পি অ‌ফি‌সের সাম‌নে অবস্থানরত নেতাকর্মীরা প্রতিবা‌দের জন‌্য অগ্রসর হ‌তে চাই‌লে সি‌নিয়র নেতৃবৃন্দ বাধা দেয়। তা‌দের বাধা উপেক্ষা ক‌রে ছাত্রদল নেতৃবৃন্দ পিকচার প‌্যালেস মো‌ড়ের দি‌কে অগ্রসর হ‌লে উভয় প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ইট পাট‌কেল নিক্ষেপ কর‌তে শুরু ক‌রে। প‌রে হামলায় বিএন‌পির সমা‌বেশ পন্ড হ‌য়ে যায়। প‌রি‌স্থি‌তি শান্ত কর‌তে পু‌লিশ ক‌য়েক রাউন্ড টিয়ারসেল নি‌ক্ষেপ ক‌রে। এঘটনায় পু‌লিশ মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব শ‌ফিকুল আলম তু‌হিন, ম‌হিলা দ‌লের যুগ্ম আহবায়ক সৈয়দ রেহেনা ইসা, সা‌বেক কাউ‌ন্সিলর আন‌জিরা খাতুন, কাওসারী জাহান মঞ্জু ও মুন্নীজামানসহ ২০ নেতাকর্মী‌কে আটক ক‌রে‌ছে।
খুলনা থানার অ‌ফিসার ইনচার্জ হাসান আল মামুন ব‌লেন, ছাত্রদ‌লের নেতৃবৃন্দ পু‌লি‌শের ওপর আক্রমণ কর‌লে তা‌দের ছত্রভঙ্গ কর‌তে ৫০ রাউন্ড টিয়ারসেল, ১৫০ রাউন্ড রারার বু‌লেট ‌নি‌ক্ষেপ করা হয়। এ ঘটনায় পু‌লি‌শের ১৪ জন সদস‌্য আহত হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০