
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা তালতলী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার (১৭ মে-২০২২)বিকেল ৫টার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দিতে হবে।
এদিকে এবার সরাসরি ছাড়াও প্রথমবারের মতো অনলাইনে মনোনয়ন জমা দেয়া যাবে।মনোনয়নপত্র জমা দিলেও ২৭মে প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব বলেরছেন, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন করতে হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় প্রার্থী বা তার পক্ষে কোন ধরনের শোডাউন করা যাবে না।
ইসি পক্ষ থেকেও একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার সময় ৫ জনের বেশি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করতে পারবেন না। প্রার্থীরা ইউনিয়নভিত্তিক ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে পারবেন।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় হলফনামা তথ্য দিতে হবে ব্যয়ের উৎসের বিবরণী, মনোনয়ন ফরমে কোনো ভুল হলে প্রার্থিতা বাতিল হবে। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে,বাছাইয়ের তারিখঃ- ১৯ মে-২০২২ বৃহস্পতিবার। আপিল দায়ের ২০-২২ মে-২০২২ শুক্রবার, শনিবার, রবিবার।আপিল নিষ্পত্তি ২৩-২৫ মে-২০২২ সোমবার, মঙ্গলবার, বুধবার।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখঃ- ২৬ মে-২০২২ বৃহস্পতিবার।প্রতীক বরাদ্দ ২৭ মে-২০২২ শুক্রবার। এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর।