
খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান
খুলনা ফুলতলাতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল সোমবার ২৩ নম্বর দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ আয়োজন করে। কোমলমতি ছাত্র ছাত্রিরা বিভিন্ন বিষয় ও ইভেন্টে অংশ নেয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সরদার সেলিম হোসেন উপস্থিত ছিলেন আক্তার হোসেন সভাপতি (পিটিএ), সহ সভাপতি ৯ নং ওয়ার্ড মেম্বর মাহাদির রহমান (রায়হান), সাংবাদিক এস এম মমিনুর রহমান, ফারহানা পারভীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রুখসানা আফরোজ সহঃ শিক্ষক, মান্নান বিশ্বাস সহঃ শিক্ষক, টুম্পা বিশ্বাস সহঃ শিক্ষক, শফিকুল ইসলাম সহঃ শিক্ষক, ফাল্গুনী রানী রায়সহঃ শিক্ষক এছাড়া এসএমসি ও পিটিএ এর সকল সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।