1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দেবীদ্বারে মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী ইমাম ডক্টর কুদরত -এ- খোদা’র জন্মবার্ষিকী পালন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৬৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শবে কদর রাতে কুমিল্লা দেবীদ্বার পৌর চাঁপানগর খানকায়ে মাহবুবীয়ায় পালন করা হয় মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী মহামানব বিশিষ্ট লেখক, গবেষক ও পরিচালক,দেওয়ানবাগ শরীফের প্রধান সমন্বয়ক ও সমস্যারফয়সালাকারী ইমাম সৈয়দ প্রফেসর
ডক্টর কুদরত – এ- খোদা ( মাঃ আঃ) হুজুরের-৩৭ তম শুভ জন্মবার্ষিকী।

তিনি মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পূনর্জীবনদানকারী বীর মুক্তিযোদ্ধা সূফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী (রহঃ) হুজুর কেবলাজানের সন্মানিত মেঝো সাহেবজাদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানবাগীর দল ওলামা মিশনের সদস্য হযরতুল আল্লাম হাফেজ বোরহান উদ্দিন জেহাদী। শিক্ষক ও সাংবাদিক আহমেদ হোসাইন (দৈনিক আজকালের খবর)। সাংবাদিক রুহুল আমিন হাজারী। (দৈনিক মুক্ত খবর)। এ আর মেহেদী হাসান (সমন্বয়ক-চাঁপানগর খানকায়ে মাহবুবীয়া)।এ আর শাহ্ আলম হাজারী,এ আর সাদ্দাম, এ আর নাজির,এ আর সাইফুল ইসলাম প্রমুখ। এ মহামানবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০