1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

রূপসায় ট্রলির ধাক্কা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় যুথী পাল (১৭) না‌মে এক ‌কিশোরীর মৃত্যু হয়ে‌ছে। সোমবার (২৫ এ‌প্রিল) সকাল সা‌ড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ব্রীজের ওপরে এ ঘটনা‌ ঘ‌টে।

নিহত কিশোরী রূপসা বঙ্গবন্ধু ক‌লে‌জের শিক্ষার্থী। সে উপ‌জেলার পিঠাভোগ ইউ‌নিয়নের বাসিন্দা বিশ্ব‌জিত পা‌লের মেয়ে।

রূপসা থানার এস আই মোঃ তা‌রেক খুলনা গেজেটকে ব‌লেন, যুথী পাল রূপসা বঙ্গবন্ধু ক‌লে‌জের শিক্ষার্থী। সকালে ক‌লেজের উ‌দ্দে‌শ্যে বা‌ড়ি থে‌কে রওনা হয় সে। সকাল সাড়ে ১০ টার দিকে হেটেই আলাইপুর ব্রীজ পার হ‌চ্ছিল সে। এসময় বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ইটবাহী ট্রলি ধাক্কা দি‌লে রাস্তার ওপরে প‌ড়ে যায় এবং জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লে। পরে তাকে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিলে সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। ঘাতক ট্রলি ও চালক ইয়‌মিন শেখ‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

রূপসা থানার অ‌ফিসার ইনচার্জ মোশা‌রেফ হোসেন বলেন, সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে এক‌টি ইটবাহী ট্রলার যুথী পাল না‌মে এক শিক্ষার্থী গায়ে সজোরে ধাক্কা দি‌লে সে আহত হয়। পরে চি‌কিৎসক তা‌কে মৃত বলে ঘোষণা ক‌রেন। ট্রলির চালককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০