1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

দেবীদ্বারে গোমতী নদী থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ৩দিন পর গোমতী নদী থেকে ভাসমান অবস্থায় ষাটোর্ধ এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম’র নেতৃত্বে একদল পুলিশ দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের কালিকাপুর গোমতী নদীর লোহার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করে।

নিখোজঁ বৃদ্ধার মরদেহ সনাক্ত করেছেন তার স্বজনেরা। বৃদ্ধার নাম হোছনেয়ারা বেগম (৬৮), তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ভাড়েল্লা ইউনিয়নের শাহী রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মতিন’র স্ত্রী।
নিহতা হোসনেয়ারা ৪ পুত্র ও ৩ কণ্যা সন্তানের জননী। ৪ পুত্র প্রবাসে থাকেন আর ৩ কণ্যা থাকেন শ^শুর বাড়িতে। নিজ বাড়িতে বৃদ্ধ স্বামীকে নিয়ে থাকতেন তিনি।

নিহতার বোনের ছেলে মোঃ নাদীর জানান, আমার বৃদ্ধ খালা- খালু বাড়িতে থাকতেন। ৪ ছেলে প্রবাসী এবং ৩ মেয়ে স্বামীর বাড়িতে থাকায়, তাদের দেখভালে কেউ ছিলেন না। খালা হোছনেয়ারা বেগম মানষিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময় নিখোঁজ হয়ে যেতেন আবার কয়েকদিন পর ফিরে আসতেন।
তিনি গত সোমবার রাত অনুমান সাড়ে ৯টায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। খালার বাড়ির পাশে গোমতী নদী থাকায় নদীতেও অনেক খোঁজা খোঝি করেছি। আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীদের নিকট তার কোন খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করেও কোন সন্ধান পাওয়া যায়নি। তবে এ ব্যপারে থানায় কোন সাধারন ডায়েরী করা হয়নি।

আজ আমাাভ কয়েকজন স্বজন নিখোঁজ খালাকে জাফরগঞ্জ খুঁজতে এসে জানতে পারি, কালিকাপুর একটি মরদেহ উদ্ধার হয়েছে। আমরা এসে ওই মরদেহ সনাক্ত করি।

এব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুররহমান জানান, গোমতী নদী থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত বৃদ্ধার মরদেহ তার স্বজনেরা সনাক্ত করেছে। পুলিশ ছোরতহাল রিপোর্ট তৈরী পূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর কারন বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০