1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৯৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার

ফেনীতে কর্তব্যরত পুলিশ ভ্যানের পিছনের দিক দিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত অনুমানিক পৌনে তিনটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল থেকে ২ পুলিশ সদস্যকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল মোতাহের ইসলামকে মৃত ঘোষণা করে এবং কনস্টেবল আসাদুল ইসলাম কে হাসপাতালে ভর্তি করায়। তারা দুজন ফেনীর মহিপাল হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আবদুস সামাদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে মহাসড়কের ফেনীর অংশে পুলিশ ভ্যানে ছড়িয়ে দায়িত্ব পালন করছিলেন মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা। রাত পৌনে তিনটার দিকে রামপুর এলাকার ঢাকামুখি লেইনে একটি কাভার্ডভ্যান (নং ঢাকা মেট্রো ট ২০-০৭২৯) পেছনের দিক থেকে পুলিশ ভ্যানে আঘাত করে। এতে পুলিশের পিকআপ ভ্যানটি পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

তাৎক্ষণিক পুলিশভ্যানে কর্তব্যরত ২ কনস্টেবলকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতাহের ইসলামকে মৃত ঘোষণা করে এবং কনস্টেবল আসাদুল ইসলাম কে হাসপাতালে ভর্তি করায়।

তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০