1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

তালতলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩২১ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে পারিবারিক কলহের জের ধরে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বাচ্চু মিয়া (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (৩০ মার্চ) সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার বরবগী ইউনিয়নের ছোট ভাইজোড়া এলাকার আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া একই এলাকার খলিল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী মারজিয়ার সাথে কয়েক মাস পূর্বে পরকীয়ায় লিপ্ত হয় বাচ্চু, এরপরই শুরু হয় পারিবারিক কলহের জের। গত প্রায় ১৫ দিন ধরে অসংলগ্ন আচরণ করেন বাচ্চু।

স্ত্রী আসমা বেগম জানান প্রতিবেশী মার্জিয়া সাথে পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে বাধা দিলে স্বামী বাচ্চু মিয়া বিভিন্ন সময়ে মারধর ও ঘরের মালামাল ভাঙচুর করতেন। ঘটনার আগের দিন মঙ্গলবার ঝগড়াঝাঁটি করে ঘর থেকে বের হয়ে যায় রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির আঙ্গিনায় তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০