1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত -মঞ্জু মূন্সী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন দেশে বড় কোন সংকট তৈরি না হলে ফ্রেব্রুয়ারীতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি- রুহুল কবির রিজভী নোয়াখালীতে চা খেয়ে ফেরার পথে ৩ বন্ধুর মৃত্যু রাজধানীতে আবারও ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ৪ ডিসেম্বর দেবীদ্বার হানাদারমুক্ত দিবস দেবীদ্বারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য (বিএনপির) দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা টিভির কুমিল্লা বুরো প্রধানকে হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন শক্তিশালী ভূমিকম্প কাপল সারা দেশ, ঢাকায় নিহত- ৩ দেবীদ্বারে মাদক কারবারী আটক করতে গিয়ে ডিবি- স্থানীয়দের সংঘর্ষে আহত-১২

তরুণ অভিনেতা এসবি খাঁন (সিরাজ উদ্দিন) স্বপ্ন অনেক দূর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬১ বার দেখা হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম //

এসবি খাঁন এই সময়ের জনপ্রিয় এবং চলমান একজন অভিনেতা। এসবি খাঁন এই পর্যন্ত বেশ কয়েকটি টেলিভিশন ও ইউটিউবে অভিনয় করেছেন, নটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, ম্যাগাজিন, সিনেমা, মঞ্চনাটকে ও কাজ করেছেন। অভিনয় শিক্ষা অর্জনের প্রথম মঞ্চনাটক শিখিয়েছেন আমার গুরু মনজুর আলম মনজু স্যার। আামকে প্রথম ক্যামেরা এর সামনে নিয়ে আসেন আমার বন্ধু জুনায়েদ হোসেন নিল, “ট্রু লাভ” নাটক। এর পরে চট্টগ্রাম এ ভালো পরিচিতি করে তুলেন এস এম সরওয়ার ভাই এবং ঢাকাতে পরিচিতি করে তুলেন চট্টগ্রাম এর অভিনেতা জাহিদ চৌ: ভাই।

আমার অভিনীত নাটক গুলোর নাম হলো:রচনা ও পরিচালনা, রিপন ফরাজি (মুখোশ আধারের গল্প, ‘গ্রহণ কাল’ ‘ফ্ল্যাট জালিয়াতি ‘ ‘জিহাদ এর গল্প’ চ্যানেল ২৪ এর), দীপ্ত টিভির (১০০ ডিগ্রী),  চ্যানেল আই ( সাত ভাই চাম্পা), আবু হায়াদ মাহমুদ এর পরিচালনায় চ্যানেল আই এর (বেড নাম্বার সিক্সটিন)রচনা ও পরিচালনা, জুয়েল বাপ্পি (প্রেমের ফলাফল), রচনা ও পরিচালনা, এস এম সরওয়ার ( মিথ্যা বাদী),  রচনা ও পরিচালনা, তসলিম হাসান হ্রদয় (দু:খিনী মা-কসাই এর গল্প), রচনা ও পরিচালনা, লোকমান হোসেন (বশীকরণ, চট্টগ্রাম বিটিভি), রচনা- সরোজ পরিচালনা- মহসিন (দমের ফ্যাক্টরি, চট্টগ্রাম বিটিভি), রচনা ও পরিচালনা, জনি বড়ুয়া (ডিজিটাল চাপাবাজ),  রচনা ও পরিচালনা, আপন ইসলাম ( কে অপরাধী), রচনা-মিজান, পরিচালনা-আয়ুইব মাহমুদ (চিটার নাম্বার ওয়ান), রচনা ও পরিচালনা, আয়ুইব মাহমুদ, নাটক (ভালোবাসি বড় বেশি), রচনা-সোহেল, পরিচালনা-পুলক রাজ (জীবনের মূল্য), রচনা ও পরিচালনা, তসলিম হাসান হ্রদয় (লাল জামা), পরিচালনা রায়হান ( রহিঙ্গা ডুকোমেন্টারি) ইত্যাদি,
জুয়েল ভাই এর পরিচালনায়, চ্যানেল আই এর (ওয়ান সাইডেড লাভার) আসিতেছে,

মিউজিক বিডিও গুলো হলোঃ-
উত্তম কুমার, পরিচালনায় (আঞ্চলিক গান, ফারমের মত লুতা পুতা লার), জুয়েল বাপ্পির, পরিচালনায় (দুরে সরে আছি), তালিম হাসান হ্রদয়, পরিচালনায় (পলকে পলকে চোখের ইসারাই), রেজাউল করিম চৌধুরী এর পরিচালনায় (এই কেমন বিচার, উড়াইন্না মন পাখি তাই উড়ি উড়ি, টার্গেট, কিয়ালাই আড়ে এতো কষ্ট দড়), জালাল আশিক এর পরিচালনায় (স্বপ্ন ভড়া ভালোবাসা), শুভ খাঁন এর পরিচালনায় (মনে মনে মিলে গেছে, তোর মন পাড়ায়),  অপূর্ব চৌধুরী এর পরিচালনায় (আমার অন্তর পুইড়া হইলো কালা)

বিজ্ঞাপন গুলোর মধ্যে হলোঃ-  পরিচালনা মোস্তাফা সরওয়ার ফারুকী স্যার ( মেরীল পেট্রলিয়াম জেলি ‘২০১৭ সাল’), পরিচলনা মাসুদ ভাই -ঢাকা (কপি হাউজ তুমার তুমার সুরে জাগে, ২০১৮ সাল), পরিচালনা এস এম সরওয়ার ( মগরাজ চিকিৎসালয়), হাসান শান্ত এর পরিচালনায় (ভিশন শপিং জোন)।

সিনেমা গুলো হলো,  মোস্তাফা কামাল রাজ স্যার এর পরিচালনা মুভি (যদি একদিন), রনি ভৌমিক এর পরিচালনায় (মৃধা বনাম মৃধা),  নজরুল ইসলাম এর পরিচালনায় ( চিরঞ্জীব মুজিব), শুদ্ধ মান চৈতন এর পরিচালনায় (দামপাড়া) আসিতেছে।

ওয়েব ফ্লিম গুলো হলোঃ-
পারভেজ আমিন এর পরিচালনায় (পর্দার আড়াঁলে) আসিতেছে, গোলাম সরওয়ার দোদুল ভাই এর পরিচালনায় (রুপ কথা নয়) আসিতেছে,
সরওয়ার ভাই এর পরিচালনায় আসিতেছে রূপসী চায়া, গোস্ট টু জঙ্গল, শাহরিয়ার নাইম এর পরিচালনায় (মেয়েটি এবং তাদের গল্প)  আসিতেছে।

মঞ্চনাটক গুলো হলো, পরিচলনাই জুলিয়েট ( বেইজ ২০০৩-৪), পরিচালিত, লোকমান হোসেন ( যৌতক)।
ম্যাগাজিন গুলো হলো, পরিচালনা আফছার উদ্দিন অলি ভাই ( পাশাপাশি এর, স্কুল বাস, ‘ফরমালিন, ফ্লিম ডিরেক্টর), ম্যাগাজিন বই এর মডেল, নাম হলো, আজকাল, রাইজিং।

বর্তমানে অভিনয় কে শক্ত ও ভালো ভাবে শিক্ষা অর্জন করার জন্য, রাজন স্যার এর পরিচলানায় (প্যান্টোমাইম থিয়েটার) কোর্স করেছি ও হায়দার স্যার এর পরিচালনায় (তির্যক থিয়েটার) অভিনয় এর কোর্স শেষ করেছি এবং কালার’স মডার্ণ ড্যান্স একাডেমীতে মডার্ন ড্যান্স শিখতেছি।

এসবি খাঁনের জন্মস্থান চট্টগ্রাম জেলার সন্দ্বীপ এ। তার সপ্ন অভিনয় দিয়ে অনেকদূর যাওয়া এবং এমন কাজ করতে চান মানুষ জেন, সবাই তাকে মনে রাখে ও ভালোবাসে। আমরা তার সাফল্য কামনা করি। সুন্দর আলোর গন্তব্য পৌছে যাক আমাদের সবার প্রিয় অভিনেতা এসবি খাঁন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০