1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের চারণ সাংবাদিক হাসেম শাহরিয়ার এর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে
  • মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারণ সাংবাদিক হাশেম শাহরিয়ারের (৬৫) মৃত্যু হয়েছে।শনিবার(১৮ নভেম্বর)ডিএম পরিবহনের একটি বাসে উঠার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন।পরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১টার দিকে মারা যান তিনি। এর আগে শনিবার বিকেলে অফিসের কাজ শেষে বাসায় ফিরছিলেন।ফেরার পথে ইছাপুরা বাজার এলাকায় বাসে ওঠার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা য়ায়,ডিএম পরিবহনের একটি বাসে উঠার সময় তাকে হেল্পার ধাক্কা দিয়েছে।এ সময় ডিএম পরিবহনের বাসকে আটক করলে কিছু যাত্রী বলেন,হাশেম ভাই তাড়াহুড়ো করে বাসে উঠতে গিয়ে পড়ে যান।পরে তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

নিহতের স্ত্রী বলেন,আমরা খবর পেয়ে ইছাপুরা হাসপাতালে গিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিডফোর্ড)হাসপাতালে নিয়ে যাই।সেখানে নিয়ে যাওয়ার পর তার বুকে অনেক ব্যথা হচ্ছিল বলে তিনি আমাদের জানান।পরে রাত একটার দিকে মারা যান তিনি।

যুগেন্দ্রনাথ গুপ্ত ও সফিউদ্দিন আহমেদ এর পরে চারণ সাংবাদিকতার আরেক বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন হাশেম শাহরিয়ার। সাংবাদিক হাশেম শাহরিয়ার ‌‘আমাদের বিক্রমপুর’ নামে একটি মাসিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।প্রায় তিন যুগ ধরে ওই পত্রিকাটির প্রকাশনা ও সম্পাদনা করার দায়িত্ব পালন করেন তিনি। একজন চারণ সাংবাদিক হিসেবে মুন্সীগঞ্জের পথে প্রান্তরে প্রায়ই তাকে ঘুরে বেড়াতে ও তথ্য সংগ্রহ করতে দেখা যেত। রবিবার(১৯ নভেম্বর)বেলা ১১টার দিকে চাঠাতি পাড়া জামে মসজিদের ঈদগায়ে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০