1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

জয়পুরহাটে এক ছত্রাবাসে গাঁজার গোডাউন, আটক ২ মাদক কারবারি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকা থেকে ১৫০ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াদ শাহরিয়ার।
গ্রেপ্তারকৃতরা হলেন,চিত্রাপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন ও মৃত খলিল মন্ডলের ছেলে রতন মন্ডল। র‌্যাব-৫ এর অধিনায়ক জানান,জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে বিপুল পরিমান গাঁজা মজুদ করে দেশের বিভিন্ন জেলায় মাদক কারবারিদের নিকট বিক্রি করা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে র‍্যাব- ৫, সিপিসি ৩ এর জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের দিক নির্দেশনায় অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে কাগজে মোড়ানো অবস্থায় দেড়শো কেজি গাঁজাসহ সাব্বির ও রতনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০