1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গুজ্বরে একজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গুজ্বরে হাসান(২০) নামে এক জনের মৃত্যু হয়েছে। ২ সেপ্টেম্বর (শনিবার) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে মানসিক প্রতিবন্ধী ছিলেন। হাসান ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর (দক্ষিণপাড়া) গ্রামের বাছির মুন্সির বাড়ির মোঃ নুরুল ইসলামের ছেলে। নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে হাসানের জ্বর হয়। স্বাভাবিক জ্বর ভেবে গুরত্ব না দিয়ে চলছিল চিকিৎসা। জ্বর না কমায় গত ২৫ আগষ্ট তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পরিক্ষানিরীক্ষার পর তার ডেঙ্গুজ্বর ধরা পরলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গতকাল শনিবার সকালে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন শনিবার বিকেলে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০