1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

বগুড়ায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৩৫ বার দেখা হয়েছে

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আজ্ঞাতনামা পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৭ জন।মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ওই পিকআপ ভ্যান চালককের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ এলাকায় নওগাঁগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও নাটোরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকসহ সাতজন আহত হন। নন্দীগ্রাম ফায়ারসার্ভিসের সদস্যরা পিকআপ ভ্যানের চালকসহ গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এসময় কর্তব্যরত চিকিৎসক আজ্ঞাতনামা পিকআপ ভ্যান চালককে মৃত ঘোষণা করেন।কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্বাস আলী বলেন, ‘বাস ও পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০