1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

৬ পা নিয়ে জন্ম নিলো গাভীর বাছুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩২৫ বার দেখা হয়েছে
  •  নিজস্ব প্রতিবেদ ও বিকাশ রায় বাবুল,

নীলফামারীর ডোমারে এক গৃহস্থের পালিত গাভী ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে । বাছুরটিকে এক নজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভিড় করছেন স্থানীয় শতশত উৎসুক নারী-পুরুষ। জানা যায়, গত মঙ্গলবার (১ আগষ্ট) সকালের দিকে উপজেলার বামুনিয়া কাচারী এলাকায় মৃত আছির উদ্দীনের ছেলে মনছুর মিস্ত্রীর বাড়িতে একটি গাভী ওই বাছুরটির জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গা মতো থাকলেও বাছুরটির ঘাড়ের কাছে অতিরিক্ত ২টি পা দেখা যায়।

গরুর মালিক মনছুর আলী জানান, তিনি এক বছর যাবত গাভীটি লালন-পালন করছেন। মঙ্গলবার সকালের দিকে গাভীটি একটি বাচ্চা প্রসব করে। জন্মের পর দেখতে পাওয়া যায়, চারটি পা ছাড়াও পিঠের অংশে আরো দুটি পা রয়েছে।

ডোমার উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারী হাসপাতালের উপ-সহকারী কর্মাকর্তা (সম্প্রসারণ) মোঃ মোমিনুর রহমান জানান, বাছুরটির পায়খানার রাস্তা বন্ধ ছিলো। তারা নিয়ে আসলে আমরা সেটি সার্জারির মাধ্যমে খুলে দেই। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি সুস্থ আছে। বাছুরটির অতিরিক্ত পা দুটি তেমন কোনো সমস্যা নয় বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০