1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

দেবীদ্বারে দেড়শতাধিক নারী উদ্যোক্তার মাঝে চেক বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বার উপজেলার প্রত্যন্ত গ্রাম নুরপুর। সেখানে নারীরা কেউ শিখেছেন ফ্যাশন ডিজাইন, কেউ ক্যাটারিন, কেউ মাশরুম, কেউ বা ইভেন্ট ম্যানেজম্যান্টে নিজেকে দক্ষ করে নিয়েছেন। আয় করতে সক্ষম এমন দক্ষতায় স্বচ্ছলতার স্বপ্ন বুঁনছেন তারা। কলেজ শিক্ষার্থী সানজিদা জানান, ‘ফ্যাশন ডিজাইনের খুঁটিনাটি বিষয়ে দক্ষতা অর্জন করেছি। ইতিমধ্যেই একটি ফেসবুক পেইজ খুলে কাজের প্রচার করছি। গ্রাহকদের সাড়াও পাচ্ছি বেশ। আশা করি স্বপ্ন জয়ের পথে বহুদুর এগিয়ে যেতে পারবো’।
একই রকম সফল উদ্যোক্তা হওয়ার গল্প শুণালেন তানিয়া আক্তার। বলেন, ‘ মাশরুম কি জিনিস আগে জানতামই না। এখন চাষ করা শিখেছি। বাজারে মাশরুমের বেশ চাহিদা রয়েছে। মাশরুম নিয়ে উদ্যোক্তা হতে চাই’।
এমন দেড়শতাধিক নারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে জাতীয় মহিলা সংস্থা। ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নুরপুর প্রশিক্ষণ কেন্দ্রে দেড়শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের (আইসিটি) সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার অনিক। চেক বিতরণী অনুষ্ঠানের সভাপতি¦ করেন জাতীয় মহিলা সংস্থা দেবীদ্বার উপজেলা শাখার চেয়ারম্যান শিরিন সুলতানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০