1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৯৭ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

জামালপুরে সদর উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সোলায়মান (৫৫),আব্দুল মজিদ (৪৮), জয়নাল আবেদীন(৪২) ও সাহেদ আলী (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে আরও তিনজনের মৃত্যু হয়।
এ বিষয়ে জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, মি.মি.ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০