1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

বগুড়ায় সিএনজির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৫২ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজির ধাক্কায় ফারহানা আকতার(৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে বগুড়া-সারিয়াকান্দি সড়কে আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিজবটিয়া গ্রামের কাশেম ফকিরের মেয়ে ও নিজবাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই স্কুল ছাত্রী সারিয়াকান্দি বাজার থেকে অটােভ্যানযােগে তার খালার বাড়ি আমতলি গ্রামে বেড়াতে যাচ্ছিল। সে খালার বাড়ির কাছে পৌঁছালে অটােভ্যান থেকে নেমে চালককে ভাড়া দেওয়ার জন্য টাকা বের করছিলাে। এসময় বিপরীত থেকে আসা একটি সিএনজি তাকে সজােড়ে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লােকজন ফারহানাকে মুমূর্ষ অবস্থায় সারিয়াকান্দি হাসপাতালে নিলে কর্ত্যবরত ডাক্তার তাকে মৃত ঘােষণা করেন।
তিনি আরও বলেন,এ ঘটনায় সিএনজি চালককে আটক করা যায়নি। তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০