1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

বগুড়ায় হেরোইন বিক্রির দায়ে আসামির যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৪০ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

বগুড়ায় নেশাজাতীয় মাদক হেরোইন বিক্রির অপরাধে মুঞ্জুর হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আদালত ওই আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। সোমবার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুঞ্জুর হোসেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগের আব্দুল মান্নানের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট নাছিমুল করিম হলি।
তিনি বলেন, ‘২০১৬ সালের ১৪ মার্চ মুঞ্জুর হোসেনকে জেলার কাহালু উপজেলার ডিপুইল মধ্যপাড়া থেকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এর প্রায় ৭ বছর পর সোমবার (২২) মে হেরোইন বিক্রির দায়ে ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০