
মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
সারা দেশের ন্যায় বগুড়ার শাজাহানপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সেরা উপহার বীর নিবাস চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের প্রাথমিকভাবে সারাদেশে নির্মিত পাঁচ হাজারটি পাকা বাড়ি” বীর নিবাস “গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে একযোগে উদ্বোধন করেন। আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বগুড়ার শাজাহানপুরে(০৯) নয়টি মুক্তিযোদ্ধা পরিবার পেয়েছে পাকা বাড়ির “বীর নিবাস “চাবি । শাজাহানপুরে বীর নিবাস চাবি হস্তান্তরের পুরো অনুষ্ঠান টি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয় । এ সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।