1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

বগুড়ায় গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকালে আ’লীগ নেতার গোপনাঙ্গ কেটে হত্যার অভিযোগ!!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৮ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ চেষ্টাকালে এক আওয়ামী লীগ নেতার গোপনাঙ্গ কেটে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম এরশাদুল ইসলাম। তিনি কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মঙ্গলবার সকাল পৌণে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধুকে আটক করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মনজুরুল ইসলাম জানান,২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি অভিযুক্ত গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে এরশাদুলের নামে। তখন থানায় মামলা হলে এরশাদুল কারাগারে ছিলেন। কিছুদিন আগে জামিনে বের হন এরশাদুল।
আটক গৃহবধূর স্বামী রুবেল মিয়া বলেন,’এরশাদুল জামিনে বের হয়ে আবারো আমার স্ত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। সোমবার সন্ধ্যায় আমি বাজারে গেলে এরশাদুল বাড়িতে এসে আমার স্ত্রীকে আবারও ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমার স্ত্রী ব্লেড দিয়ে এরশাদের পুরুষাঙ্গ অঙ্গ কেটে দেয়। এরপর পুলিশ এসে আমার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে।’
শিবগঞ্জ থানার ওসি মনজুরুল আলম বলেন,এই ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০