
মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড তালতলা নেভী হাসপাতাল গেটই মেইন রোড সংলগ্ন এলাকায় সাদিয়া’স কিচেন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন।
৮ জানুয়ারি রোজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুভ উদ্বোধনের কার্যক্রম সম্পূর্ণ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউল হক সুমন কাউন্সিলর ৩৯ নং ওয়ার্ড ও বিএনপি’র স্বতন্ত্র কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, হাজী মোহাম্মদ শাহাব উদ্দিন ইয়াসিন সহ আরো অনেকেই ।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজী মোহাম্মদ জিয়াউল হক সুমন বলেন,সাদিয়া’স কিচেন রেস্টুরেন্টে আপনারা আসবেস একবারের জন্য হলে সাদিয়া’স কিচেন রেস্টুরেন্টের তিপ্তি করে খেতে পারবেন।প্রতিটি আইটিয়াম গুলো গুনগত মান সম্মত।অন্য রেস্টুরেন্টের চেয়ে এই রেষ্টুরেন্টের খাবারের মান অনেক ভালো।এখানে ঘরোয়া পরিবেশে রান্না করা সুস্বাদু খাবার।
সাদিয়া’স কিচেন রেস্টুরেন্টে অভিজ্ঞ কারিগর দ্বারা রান্না করা হয়। এখানকার কর্মরত ম্যানেজম্যান গুলো ও অভিজ্ঞ।
আপনারা দেরি না করে সাদিয়া’স কিচেন রেস্টুরেন্টে চলে আসুন এবং উপভোগ করুন।সাদিয়া’স কিচেন রেস্টুরেন্টের খাবারের মান গুনে মানে অনন্যা সাদিয়া’স কিচেন রেস্টুরেন্টের আগামীর পথ চলা শুভ হোক।