1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

খুলনায় ইয়াবার সাথে ইউপি সদস্যসহ চার জন আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনা কেএমপি’র হরিণটানা থানা এলাকা থেকে ১১ (এগার) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের উপরকরন সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সূত্রে প্রকাশ,গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র হরিণটানা থানায় এসআই (নিঃ) বিদ্যুৎ বরন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার(৭ ডিসেম্বর ২২) দুপুরে কৈয়া বাজার এলাকার ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম (৪২), পিতা-মৃত এ.কে মহিউদ্দিন, সাং-ঘোলা কৈয়াবাজার, থানা-হরিণটানা, জেলা-খুলনা, মোঃ রিজাউল ইসলাম (৪৫), পিতা-আঃ খালেক শেখ, সাং-১৪/১ পশ্চিম বানিয়াখামার, বিহারী কলোনী থানা-সোনাডাঙ্গা মডেল, জেলা-খুলনা, এ/পি সাং-ঘোলা কৈয়াবাজার মিলুর বাড়ির ভাড়াটিয়া, থানা-হরিণটানা, জেলা-খুলনা,মোঃ হারুন সরদার (৪০) পিতা-মৃত জবেদ আলী সরদার, সাং-ঘোলা কৈয়া বাজার, থানা-হরিণটানা, জেলা-খুলনা এ/পি-সাং-কুলুটি সুইস গেইট, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, ও মোঃ আলী হোসেন বাবু (২৪), পিতা-মৃত সিরাজুল গাজী, সাং-চাদনীমুখা গাবুরা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা,এ/পি সাং-হোগলাডাঙ্গা বৃদ্ধাশ্রমের বিপরীত পাশ গৌর মন্ডলের ঘের,এলাকা থেকে হরিণটানা থানা পুলিশ তাদেরকে আটক করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক বলেন,তাদের কাজ থেক১১পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের উপকরন ইনজেকশনের সুচযুক্ত গ্যাসলাইট ১ টি, দুই টুকরো ফয়েল পেপার, সফট ডিংক্সের দুইটি স্ট্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং-০৩।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০