
জাকির আহম্মদ জিম শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বাঁশবোঝাই ভটভটির চাকায় পিষ্ট হয়ে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। শিক্ষার্থীর নাম মোঃসিমরুল সরকার (৫)। শনিবার ১৯ নভেম্বর/২২ ইং বিকালে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিমরুল সরকার উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং শালফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
এদিকে ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ভটভটির চালক সুলতান মন্ডলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনোথার গ্রামের জেল হকের ছেলে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফ হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার দিন বিকেলে ওই ক্ষুদে শিক্ষার্থী স্থানীয় শালফা হাফেজিয়া মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলার জন্য শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশ থেকে উত্তরপাশে পার হচ্ছিল। এসময় ধুনট থেকে ছেড়ে আসা শেরপুরগামী দ্রুতগতির একটি বাঁশবোঝাই ভটভটি শিশুটিকে চাপা দেয় এবং ভটভটির চাকায় পিষ্ট হয়ে শিশু সিমরুল সরকার ঘটনাস্থলেই মারা যায়। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন,খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যাই। সেইসঙ্গে ঘাতক ভটভটিটি জব্দ করাসহ চালককে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।