1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে লম্বা লাইন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪৩৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
সকাল ৮টা থেকে শুরু হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট। ভোট শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা।
সময় যত বাড়ছে তত লম্বা হচ্ছে ভোটারদের লাইন। অনেকে আবার অভিযোগ করছেন, ভোট দিতে সময় বেশি লাগছে। তাই অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের জে এল মেমোরিয়াল কিন্ডারগার্টেন কেন্দ্রে ভোট দিয়েছেন পাথুরিয়া পাড়া এলাকার ছেরু মিয়া।
বলেন,সকাল ৭টায় আইছি। এক ঘণ্টা খাড়াইয়াছিলাম। ঠিক ৮টায় প্রথম ভোট দিলাম। খুব ভালা লাগতাছে।
প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, এই কেন্দ্রে ১ হাজার ৫৯৫ জন ভোটার আছেন সব ভোটারই পুরুষ।
কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি দেখছেন উপপরিদর্শক (এসআই) চন্দন চন্দ্র দাশ। তিনি জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আছেন পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার, কামরুল আহসান বাবুল এবং ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১০৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৭ ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন ও ট্রান্সজেন্ডার ভোটার দুজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০