
মিজানুর রহমান মিলন,বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়া জেলার আবারও শ্রেষ্ট এ এস আই (নিরস্ত্র) নির্বাচিত হয়েছেন শাজাহানপুর থানার শামীম হোসেন। চলতি বছরের মে মাসের কর্ম মুল্যায়ন করে শ্রেষ্ঠ এ এস আই (নিরস্ত্র) ও শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী এই দুই ক্যাটাগরিতে তাকে তাকে এই সন্মাননা স্বারক প্রদান করা হয়।

গত ১১ জুন শনিবার সকাল ১০ঃ৩০ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তাকে পুরষ্কার ও নগদ অর্থ প্রদান করেন।এসময় জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুন বলেন, ভালো কাজের মুল্যায়ন যে কাজের গতি বাড়ায় তা আবারও প্রমান করলো এ এস আই শামীম হোসেন। আগামীতে সে আরও ভালো কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, গত ৭ এপ্রিল বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক কল্যান সভায় মার্চ /২২ মাসের কর্ম মুল্যায়ন করে জেলার শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিত হয়েছিলেন পুলিশের এই কর্মকর্তা।