1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

তালতলীতে ২ লিটার চোলাই মদসহ দুইজন আটক 

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৬৪৮ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে দুই লিটার চোলাই মদসহ হালাশী ও জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেল সোয়া ৬ টার দিকে নিশানবাড়ীয়া ইউনিয়নের নামেসিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে নামেসিপাড়া খাস পুকুর পারের কাঁচা রাস্তার উপর থেকে লাউপাড়া এলাকার মৃত্যু চৌথার ছেলে হালাশী (৪৫) ও কবিরাজপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা মোটরসাইকেল চালক সহ আরো একজন পালিয়ে যায়।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ২ লিটার চোলাই মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০