1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সাংবাদিক কবীর খানকে হুমকি দেওয়ায় থানায় জিডি ও প্রতিবাদ সভা

জাহিদ হাসান
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫৮১ বার দেখা হয়েছে

তুরান হোসেন রানা/আছিয়া খুতুন ঝিনুক বটিয়াঘাটা খুলনা :

বটিয়াঘাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাবেক বটিয়াঘাটা প্রতিনিধি কবীর আহমেদ খানকে জীবন নাশের হুমকি দেওয়ায় কথিত প্রতাপ ঘোষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী কবীর খান। তিনি তার অভিযোগে উল্লেখ করেন,সম্প্রতি মাদক সম্রাট ও মাদকদ্রব্য সেবনকারী বটিয়াঘাটা বাজারে অবস্থিত প্রতাপ ঘোষের নামে খুলনার সাইবারক্রাইম আদালতে একটি মামলা দায়ের করেন সাংবাদিক কবীর খান। মামলা করার পর কথিত মাতাল প্রতাপ ঘোষ সাংবাদিক কবীর আহমেদ খানকে প্রকাশ্য ভয়-ভীতি ও জীবননাশের হুমকি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক খান বটিয়াঘাটা থানায় হুমকিকারি প্রতাপ ঘোষের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। যার নং – ৯৩৭। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজালাল বলেন,বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন‍্যদিকে সাংবাদিক কবীর খানকে হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সকাল ১১টায় বটিয়াঘাটা প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, অবিলম্বে এই মাদক সেবনকারী ও মাদকখোর, নারীলোভী লম্পট প্রতাপ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অবিলম্বে তাকে গ্রেফতার পূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি করছি পুলিশ প্রশাসনের নিকট। তাকে জরুরি ভিত্তিতে গ্রেপ্তার না করলে,আমরা আরও কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাংবাদিক কবীর আহমেদ খান,মহিদুল ইসলাম শাহিন, হিরামন মন্ডল সাগর, অমলেন্দু বিশ্বাস, আসাদুজ্জামান উজ্জল,আহসান কবির,আরিফুজ্জামান দুলু, তরিকুল ইসলাম, ইমরান হোসেন সুমন,সোহরাব হোসেন মুন্সী, আল আমিন গোলদার, রতন সাহা,অমলেন্দু বিশ্বাস,জাকির হোসেন, সোহেল রানা, তুরান হোসেন রানা,আছিয়া খাতুন ঝিনুক, মুরাদ হোসেন হানিফ, জাকির হোসেন,আক্তারুল ইসলাম, রুবেল গোলদার সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০