
মুরাদনগর,কুমিল্লা//
কুমিল্লার মুরাদনগরে সহিংসতামুক্ত, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানের লক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়নের মটকিরচর গ্রামের ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এস আই আবু হেনা মোস্তফা রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম।
এসময় আরো বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী নয়ন, বীর মুক্তিযোদ্ধা কাদিম হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ গোলাম মোস্তফা, রোশনালী সরকার, ইউপি সদস্য প্রার্থী অহিদ মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় এএসআই হানিফ, ইউপি সদস্য প্রার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: মামলা সংক্রান্ত জটিলতা কাটিয়ে ১৩ং মুরাদনগর সদর ইউনিয়নের নির্বাচন আগামী ১৫ ই জুন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।