1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

প্রতিপক্ষের রাজনৈতিক মোকাবেলায় ফরিদগঞ্জে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ -ড. শামছুল হক ভূঁইয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৫৫০ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শ‌নিবার (০৪ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীরমুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডক্টর শামছুল হক ভুঁইয়া।
তিনি তার বক্তব্য বলেন,প্রতিপক্ষের রাজনীতি মোকাবেলায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সব সময় ঐক্যবদ্ধ আছে । আওয়ামীলীগের প্রয়োজনে আমরা এক ও অভিন্ন,যে কোন দুর্যোগে আমরা যে একত্রিত হয়ে কাজ করতে পারি তা আজকের প্রোগ্রামে আবারও প্রমাণিত। ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারকে যারা হত্যা করেছেন সেই খুনিরা আজও বসে নেই।ঐদিন বেঁচে যাওয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। এখন তাকে আবারও হত্যার হুমকি দেওয়া মানে দেশকে অস্থিতিশীল করে তোলা। তবে আমরা রাজপথে আছি, এসব হুমকি রাজনৈতিক ভাবেই মোকাবিলা করবো।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন নিয়ে পাঠাবে আমরা তাকে বিজয় করার লক্ষে একত্রিত হয়ে কাজ করবো। কেউ কোন কান কথায় কান দিবেন না আওয়ামিলীগের প্রযোজনে আমরা এক ও একত্রিত আছি এবং থাকবো।
এই সময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক,পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজিসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০