
ইয়াছিন রেজা,হরিণটানা খুলনা প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটা উপজেলার উত্তর শৈলমারী থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ বিচিত্রা মন্ডল(৪২) কে নিখোঁজ হওয়ার ১১ দিন পরেও সন্ধান পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা যায়, গত ইং ২৩/০৫/২২ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ মিনিট এ সময় বিচিত্রা মন্ডল কেউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেয়ে নিখোঁজ হয়েছে। আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। এ বিষয়ে নিখোঁজ গৃহবধূর ছেলে সুরঞ্জন মন্ডল গত ইং ২৭/০৫/২২ তারিখ বটিয়াঘাটা থানায় একটি জিডি করেন। জিডি নং ১১০০। জিডি সুত্রে জানা যায়, নিখোঁজ গৃহবধূ উত্তর শৈলমারী গ্রামের সুকুমার মন্ডলের স্ত্রী। কিন্তু তিনি কেন? কি কারণে নিখোঁজ হয়েছে? নিখোঁজের কারণ এখনো সুস্পষ্ট নয়। এ বিষয়ে ইউ পি সদস্য মো: তরিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি আমি শুনেছি এবং তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। থানা পুলিশ বিষয়টি তদন্ত করছেন। তবে বিভিন্ন স্থানে ও চায়ের দোকানে শোনা যাচ্ছে যে, পরকীয়া সম্পর্কের কারণে তিনি নিখোঁজ থাকতে পারেন। ওয়ার্ড আ.লীগের সা: সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন বলেন, লোক মুখে শুনিতেছি যে, শিমুল মল্লিকের সাথে পরকীয়া সম্পর্কের কারণে নিখোঁজ হয়েছে। তিনি নিখোঁজ গৃহবধূকে দ্রুত উদ্ধারের জন্য উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে ১নং জলমা ইউনিয়নের পুলিশিং কমিটির সা:সম্পাদক দিগন্ত মল্লিক বলেন, নিখোঁজ বিচিত্রা মন্ডলের মেয়ের বাড়ি তার বাড়ির কাছে। তিনি তার মেয়ের নিকট থেকে জানতে পেরেছেন যে, শিমুল মল্লিকের সাথে অপ্রীতিকর অবস্থায় তার মাকে দেখে ফেলার কারণে পারিবারিক কলহ হয় এবং তারপর তার মা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যেয়ে আজ পর্যন্ত নিখোঁজ রয়েছেন। একাধিক প্রতিবেশী সুত্রে জানা যায়, অনেক দিন আগে থেকে শিমুল মল্লিকের সাথে বিচিত্রা মন্ডলের পরকীয়ার সম্পর্ক রয়েছে। ঘটনার দিন তার(বিচিত্রা মন্ডলের) মেয়ে তার মাকে অপ্রীতিকর অবস্থায় শিমুল মল্লিকের সাথে দেখে ফেলে ও তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। ঠিক ঐ দিন সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিচিত্রা মন্ডলের পরিবারের সদস্যদের কাছে জানতে চাইলে তারা বলেন, এ বিষয়ে আমরা কোন মন্তব্য করতে চাই না। যা বলার থানায় বলেছি। তবে একটি বিশেষ সূত্রে জানা যায় গত ১ জুন বটিয়াঘাটা থানার জিডির তদন্তকারী কর্মকর্তা এস আই জিল্লুর রহমান নিখোঁজের মেয়ে সুইটি মন্ডল কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়,তার মায়ের সাথে আপত্তিকর অবস্হায় শিমুলকে সে দেখে। যে কারণে তার মা বাড়ি থেকে চলে গেছে বা ঐ শিমুল লুকিয়ে রাখতে পারে বলে মেয়েটি জানান। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে অত্র এলাকার ঘোলা গ্রামের মৃত সরোজ মল্লিকের ছেলে শিমুল মল্লিক ও তার স্ত্রী চন্দনা মল্লিক কে ওই একই দিনে বটিয়াঘাটা থানার এস আই জিল্লুর রহমান জিজ্ঞাসাবাদ করেন। এ বিষয়ে জনমনে হতাশা বিরাজ করছে।