1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ফরিদগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫২৩ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরহাদ (১৬) নামের এক কিশোরের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, ফরহাদ ফরিদগঞ্জ পৌর এলাকার মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ীর আমিন উল্যার ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফরহাদ কৃষি কাজ করলেও গত কয়েকদিন নিয়মিত কাজ করতেন না। পরিবারের কাছ থেকে টাকা নিয়ে কোনমতে চলতেন। ঘটনারদিন সকালে ফরহাদ তার বোন রহিমা বেগমের কাছ থেকে ৫০ টাকা চাইলে বোন ফরাদকে টাকা দেইনি। কারন টাকা নিয়ে সে ধূমপান করে। টাকা না দেওয়ার কারনে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং কিছুক্ষন পর ঘরে গিয়ে তার গলায় ওড়ঁনা দিয়ে ফাঁশ দেয়া ঝুলন্ত লাশ দেখা যায়।
এ সময় আমাদের ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে ফরহাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে ফরহাদের বোন রহিমা বেগম বলেন, আমি গত কয়েকদিন তাকে টাকা দিয়েছি। কিন্তু টাকা নিয়ে আমার ভাই ধূমপান করতো এমনটি জেনে টাকা দেওয়া বন্ধ করে দেই।
বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, দুপুর আড়াইটার সময় ফরহাদ নামের ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে তাকে মৃত পেয়েছি। পরবর্তিতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে আমরা ফরহাদ নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০