
আবদুল কাদের,কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীর পশ্চিম পাড়ার শত শত পরিবারে নেই বিদ্যুৎ ।সরেজমিনে বিদ্যুৎ এর লাইন টাঙ্গানো সারি সারি পল্লী বিদ্যুৎ এর খুটি দেখা গেলেও বিদ্যুৎ সংযোগ পাওয়া থেকে বঞ্চিত এই এলাকার মানুষ।নিদারুন কষ্টে বিদ্যুৎ বিহীন দিন কাটানো এখানকার মানুষের অভিযোগের পাহাড়। ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীদের।
বর্তমান সরকারের শতভাগ বিদ্যুতায়নের এই সময়ে একটি পুরো গ্রামের মানুষের এভাবে দিন কাটানো সত্যি বেদনাদায়ক।তাহলে কি মাঠ পর্যায়ে সরকারের শতভাগ বিদ্যুতায়ন সফল হচ্ছে না এমন প্রশ্ন জনমনে?তাহলে কি বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এলাকার জনগণ?
এ ব্যাপারে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ বিভাগ জানান,এলাকাটি বিদ্যুৎ এর আওতায় আনতে আমরা বিদ্যুৎ এর খুঁটি ও লাইনের কাজ সম্পূর্ণ করি অনেক আগে,কিন্তু ওই এলাকাটি বনবিভাগ এর আওতাধীন বনভূমিতে অন্তর্ভুক্ত হওয়ায় বনবিভাগের কারণে বিদ্যুৎ সংযোগ দিতে আইনি সমস্যা দেখা দিয়েছে।
এ ব্যপারে বনবিভাগ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।