1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ৬৩২ বার দেখা হয়েছে

মল্লিক মাহমুদ জামান, বরগুনা প্রতিনিধিঃ

আমতলী-পটুয়াখালী সড়কের বেতমোর নামক স্থানে মঙ্গলবার রাত ৮টার সময় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম গাজী (৩৫) নামের মোটর সাইকেল চালক নিহত ও দুই জন আহত হয়েছে। নিহত নুরুল ইসলাম কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা ফুলতলা গ্রামের মৃত জব্বার গাজীর পুত্র।

থানা সূত্রে জানা গেছে, নিহত নুরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে থেকে ২ জন যাত্রী নিয়ে পটুয়াখালী-আমতলী মহাসড়ক দিয়ে তার গ্রামের বাড়ি ধানখালি যাচ্ছিল। এসময় বেতমোর নামক স্থানে আসা মাত্র একটি পার্কিং করা ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা খেয়ে নুরুল ইসলামসহ অন্য দুই যাত্রী ছিটকে পড়ে যায়। এতে চালক নুরুল ইসলাম, যাত্রী রুহুল আমি শরীফ ও নাসির ঘরামি গুরুতর আহত হন।

তাদেটকে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নুরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। নাসির ও রুহুল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তাৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০