1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ভোটারদের বাড়িতে বাড়িতে কাউন্সিলর প্রার্থী ঘুরি মার্কা রাজীব

জাহিদ হাসান
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রাজিউর রহমান রাজিব ঘুরি মার্কা প্রতিক নিয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বুধবার ০১ জুন ঘুরি মার্কা প্রতিকের কাউন্সিলর প্রার্থী রাজিউর রহমান রাজিব থিরাপুকুর পাড় (জডওয়ালা বাড়ি)বিকাল ৪ টায় বিশাল একটি উঠান বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার নারী -পুরুষ সকলেই। উঠান বৈঠক সকলের উদ্দেশ্য তিনি বলেন ওয়ার্ডবাসীর সুখ-দুঃখের ভার নিতে চাই। দুর্নীতিমুক্ত আধুনিক ওয়ার্ড হিসেবে রূপান্তর করতে চাই।ওয়ার্ডবাসীর অনুরোধে এবার নির্বাচন করতে যাচ্ছি । উঠান বৈঠক পর এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভোট চান। এছাড়া বিভিন্ন রাস্তার অলিগলিতে হাতে দিন রাত হ্যান্ডমাইক আর লিফলেট নিয়ে জনসংযোগ করে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থী রাজিউর রহমান রাজিব।
জনসংযোগ প্রচারণা কালে তিনি বলেন,ক্ষমতা পেতে নয়, অপনাদের সেবা করতে এসেছি।
জানা যায়,রাজিউর রহমান রাজিব একজন সমাজ সেবক ছিলেন।এ ছাড়াও বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। করোনা মহামারির সময় তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন,হাত বাড়িয়ে দিয়েছেন সহায়তার,হয়েছেন ওয়ার্ডবাসীর কাছে মানবিক মানুষ।কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আলোচনায় রয়েছেন তিনি।
উল্লেখ্য, আগামী ১৫ জুন কুসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সিটিতে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০