1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

পিবিআই মাসুদ ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেছে, সংবাদ সম্মেলনে ভিক‌টিমের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৫১ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনা পিবিআই পরিদর্শক মাসুদ কতৃক ধর্ষণের অভিযোগ অস্বীকার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভিক‌টিম সেই নারী। গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের তিনি এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, পিবিআই অফিসার মাসুদ তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেছে। মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য এএসআই মিরানসহ তাকে জড়িয়ে বিভিন্ন কুৎসা রটনা করছে পরিদর্শক মাসুদ।

ঘটনার বিবরণ দিয়ে ওই নারী সংবাদ সম্মেলনে আরো বলেন, পিবিআই পরিদর্শক মাসুদ ইউটিউব চ্যানেলে গান বাজনা করেন। সেখান থেকে মাসুদের নম্বর সংগ্রহ করেন তিনি। ১০ মে দুপুর সাড়ে ১২ টার দিকে ফোনে সমস্যার কথা বললে মাসুদ তাকে পিবিআই অফিসে দেখা করতে বলেন। সেখানে গেলে মাসুদ তার ফোনের সবকিছু দেখে ব্যস্ত আছে বলে তাকে পরে দেখা করতে বলেন।

মাসুদ তাকে ফোন করে একটি ইমো একাউন্ট খোলার কথা বলেন। পরে ইমোতে তার সাথে যোগাযোগ হয় নিয়মিত। প্রতিদিন ওই নরীর সাথে ৫ বার করে কথা বলত মাসুদ। ১৩ মে ফোন দিয়ে ওই নারীকে জানানো হয় ঢাকা যাচ্ছেন তিনি। ১৪ মে ফোন দিয়ে মাসুদ তাকে পরেরদিন দেখা করার কথা বলেন। তখন ওপাশ থেকে জানানো হয় পিবিআই অফিসে, মাসুদ প্রতিউত্তরে বলেন না।

১৫ মে দুুপুরর সাড়ে ১২ টার দিকে ইমোতে ফোন দিয়ে মাসুদ তাকে ধর্মসভা মন্দিরের সামনে আসতে বলেন। ওই নারী ধর্মসভা মন্দির কোথায় তা জানে না। উত্তরে মাসুদ রিক্সায় করে সেখানে আসতে বলেন। সেখানে তাকে বলা হয় সাইবার ক্রাইম অফিসে যেতে হবে। এরপর ধর্মসভা মন্দির থেকে মোটরসাইকেলযোগে তাকে ছোট মির্জাপুর এক‌টি অফিসে নিয়ে যায়। রুমের ভেতর যাওয়ার সাথে সাথে অপরিচিত এক ব্যক্তি অফিসের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর ইচ্ছার বিরুদ্ধে মাসুদ আমাকে ধর্ষণ করে। নিজেকে রক্ষার শত চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

ধর্ষণের ঘটনা কাউকে কিছু জানালে তাকে হত্যার হুমকি দেন মাসুদ। এর আগে তাকে মারধর করাও হয়। ওই অফিস থেকে বের হওয়র পর তিনি রিক্সায় উঠে সরাসরি থানায় চলে আসেন। মাসুদও মোটরসাইকেল নিয়ে তার রিক্সার পিছু নিয়ে থানার গেটের সামনে দাড়িয়ে থাকে। ওখানে মাসুদের অবস্থান দেখে ভয় পান ওই নারী। এরপর খুলনা থানার একজন পুলিশ সদস্যের কাছ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুনের নম্বর সংগ্রহ করে বিষয়টি তাকে জানান ওই নারী।

খুলনা থানার পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে এসে আলমত সংগ্রহ করার চেষ্টা করেন। সেখানে দেড় থেকে ২ ঘন্টা অপেক্ষা করার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তিনি অভিযোগ করে বলেন, খুলনা থানার এএসআই মো: মিরান শেখ ও আমাকে নিয়ে মাসুদ বিভ্রান্তিমূলক কথা ছাড়াচ্ছে। যা আজকের বিভিন্ন পত্রিকার মাধ্যমে জেনেছেন তিনি। তিনি মিরান শেখ নামে কাউকে চেনেন না বলে সংবাদ সম্মেলনে জোর দাবি করেছেন। গত সোমবার মামলাটি আপোষ করার জন্য পিবিআই পরিদর্শক মাসুদ সোহেল নামে একব্যক্তিকে পাঠিয়েছেন।

তি‌নি ব‌লেন, সোমবার মাসুদ নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেন। কিন্তু তার নামে এরকম অসংখ্য নারী কেলেঙ্কারী রয়েছে, যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০