1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

কুমিল্লার তিতাসে দুই মোটর বাইকের সংঘর্ষে নিহত একজন

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার তিতাসে দুই মোটরবাইকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলার গাজীপুর এলাকায় বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধিন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আরিফুল হক আরিফের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি প্রাণ আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন,গাজীপুরের সড়কে তিন যুবক একটি মোটরবাইকে করে বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে মোটরবাইক চালিয়ে আসছিলেন আরিফ। বেপরোয়া গতির কারণে তিন যুবককে বহন করা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরিফের মোটরবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে দুই মোটরবাইকের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ ঘটনায় স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আরিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল চলছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সরফরাজ খান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আরিফ মারা গেছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০