
খুলনার বটিয়াঘাটায় ৪ ক্লিনিক সিলগালা ৭ ডায়াগনস্টিক
এইচ এম সাগর (হিরামন),খুলনা ->>
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডঃ আহমদ কবিরের নির্দেশনা মোতাবেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স সহ বৈধ কাগজপত্র সরোজমিনে পরিদর্শন করেন বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। সরকারি নীতিমালা অনুযায়ি ১০ সয্যা বিশিষ্ট ক্লিনিক পরিচালনার ক্ষেত্রে একটি ক্লিনিকের জন্য ৩ জন এমবিবিএস ডাক্তার, ৬ জন ডিপ্লোমা নার্স, ৬ জন আয়া ও ৩ জন সুইপার ও ৩ জন গার্ড থাকতে হবে। কিন্তু এই সকল জনবল না থাকায় গত সোমবার ৩০ মে সকাল ১০ টায় বটয়াঘাটায় মোট ৫ টি বেসরকারী ক্লিনিকের মধ্যে ৪ টি ক্লিনিক সিলগালা করা হয়।ক্লিনিক গুলো হলো বটিয়াঘাটা বাসষ্টান্ডের সোনালী ক্লিনিক, গল্লামারি ছফুরা ক্লিনিক, জিরো পয়েন্ট সুন্দরবন নার্সিং হোম এ্যান্ড ক্লিনিক ও খারাবাদ নোভা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এসব ক্লিনিকে থাকা রোগীদের বিকেল ৬ টার মধ্যে অণ্য রেস্ট্রিকৃত বেসরকারী ক্লিনিক বা সরকারী হাসপাতালে সরিয়ে নেয়ার জন্য সময় দেয়া হয়।অন্যদিকে জিরো পয়েন্ট এম আর ক্লিনিক, জিরো পয়েন্ট সুন্দরবন ডায়াগনস্টিক সেন্টার, বটিয়াঘাটার সূর্য ডায়াগনস্টিক সেন্টার, বটিয়াঘাটা করুণা ডায়াগনস্টিক সেন্টার, বটিয়াঘাটা সোনালী ডায়াগনস্টিক সেন্টার,এম আর ডায়াগনস্টিক সেন্টার, খারাবাদ ডায়াগনেস্টক সেন্টার কে ১৫ কার্য দিবসের মধ্যে বৈধ কাগজপত্র প্রস্তুত করে উপজেলা স্বাস্থ্য দপ্তরে দাখিল করার নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রাথমিক ভাবে সতর্ক করেন। অভিযান চলাকালীন সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক, সেনিটারি ইন্সপেক্টর মাসুম রেজা, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সহ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক ইয়াছিন রেজা সহ অন্যন্য সাংবাদিকবৃন্দ এবং বটিয়াঘাটা, লবনচরা ও হরিনটানা থানার পুলিশ সদস্য।