
আবদুল কাদের
দীর্ঘ লকডাউনে বন্ধ থাকার পর কক্সবাজার জেলা ক্রিড়াসংস্থা আবারো আয়োজন করল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২
৩০ মে ২০২২ ইং সোমবার বিকেলে কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে এই টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আশরাফ উদ্দিন।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, আয়োজক কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, এডভোকেট জসিম উদ্দিনসহ আরো অনেকে।
উদ্বোধনী ম্যাচে শক্তিশালী পেকুয়া উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল।এ সময় কক্সবাজার সদর উপজেলা ফুটবল দলের নেতৃত্ব প্রদান করেন কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জনাব কায়সারুল হক জুয়েল।
প্রথম দিনে দু’দলের হয়ে জেলার ফুটবলারের সাথে মাঠে সুন্দর খেলা উপহার দেন নাইজেরিয়ানসহ বিদেশি একাধিক খেলোয়াড়। জেলার আট উপজেলা দলের অংশগ্রহণে হচ্ছে এ ফুটবল টুর্নামেন্ট।