
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
গত ২৪ ঘন্টায় খুলনার বটিয়াঘাটা উপজেলার দুই মহিলার রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ২৮ মে ২২ তারিখ বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের সুকদাড়া গ্রামে সিন্থা দাশ (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মহিলা সুকদাড়া গ্রামের হরি দাশের কন্যা ও দাকোপ উপজেলার খলিশা গ্রামের রতন দাশের স্ত্রী। নিহত গৃহবধূ দুই সন্তানের জননী। শশুর বাড়ী দাকোপ উপজেলায় হলেও স্বামী ও দুই সন্তান নিয়ে দীর্ঘদিন যাবত বাবার বাড়ী সুকদাড়ায় বসবাস করত তারা। সুকদাড়া বাজারে দু’জনের একটা চায়ের দোকান ছিলো। প্রতিদিনের ন্যায় ২৮ তারিখ শনিবার ভোর ৬ টায় ঘুম থেকে উঠে দোকানে যায় নিহত সিন্থা দাশ। বাজারের স্থানীয়রা দোকানের ভিতর ফ্যানের সাথে ঝুলতে দেখে ঐ মহিলাকে।
পরে এলাকাবাসি দোকানের তালা ভেঙ্গে তাকে মৃত অবস্হায় উদ্ধার করেন। এলাকাবাসি বলছে,দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক সমস্যা চলে আসছিল। ধারনা করা হচ্ছে ঐ কারনে হয়তো, সে রাগে অভিমানে গড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
অন্যদিকে ২৫ মে ২২ রাতে বটিয়াঘাটা থানাধীন হোগলবুনিয়া গ্রামে তমালিকা বালা(২৬) নামের এক মহিলা আত্মহত্যা করে। নিহত মহিলার স্বামীর নাম দেব বালা। নিহত মহিলার পিতা উজ্জল মন্ডল অভিযোগ করে বলেন,দীর্ঘদিন তাদের মধ্যে পারিবারিক সমস্যা চলছিল। তমালিকার পিতার পরিবারের অভিযোগ,অত্যাচার নির্যাতন করে তারা আমাদের মেয়েকে হত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।